শিশুদের মাছ মারা নিয়ে সংর্ঘষে মহিলাসহ আহত ২০
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০১৫ ইং, ১০:৪৬ অপরাহ্ণ | সংবাদটি ৭৪৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথের পল্লীতের শিশুদের মাছ মারা নিয়ে দু-পক্ষের সংঘর্ষে অন্তন নারীসহ ২০জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার রামপাশা ইউনিয়নের কাদিপুর গ্রামের আঙ্গুর আলী ও একই গ্রামের মালিক মিয়া লোকজনের মধ্যে এঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন বলে জানাগেছে। খবর পেয়ে থানা পুলিশ ও এলাকাবাসী অনেক চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানাগেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল মঙ্গলবার একটি ডোবায় শিশুরা মাছ শিকার করা কে কেন্দ্রে করে আঙ্গুর আলী ও ছালিক মিয়া লোকজনের মধ্যে কথাকাটাটি হয়। এরই এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় লাঠি-সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ প্রায় ঘন্টাব্যাপি চলে। এতে উভয় পক্ষের নারী ও শিশুসহ অন্তন ২০ জন আহত হন। আহতরা হলেন-আঙ্গুর আলী, আবদুল জলিল, শামিম আহমদ, সেলিম আহমদ, হেলাল মিয়া, বিল্লাল আহমদ, লয়েরক মিয়া, মালিক মিয়া, ছালিক মিয়া, রজাক আলী, লিয়াকত আলী, ছোরাব আলী, মাফিজ আলী, রিয়াজ আলী। বাকি আহতদের নাম জানাযায়নি। এঘটনায় উভয় পক্ষ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানাযায়।
থানার ওসি রফিকুল হোসেন সংঘর্ষের সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।