শুক্র-শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ ইসির
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০১৫ ইং, ৯:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ১১৭০ বার পঠিত
নিউজ ডেক্স::ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের জামানতের টাকা জমা দেওয়ার সুবিধার্থে শুক্র ও শনিবার এসব এলাকার তফসিলি ব্যাংক খোলা রাখতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার ইসি সচিবালয় থেকে অর্থমন্ত্রণালয়ে চিঠিটি পাঠানো হয়।
নির্বাচনে প্রার্থীদের মধ্যে কেউ ঋণখেলাপি হলে তাদের তালিকা রিটার্নিং কর্মকর্তাদের দফতরে পাঠানোর জন্যও ইসি সচিবালয় থেকে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে।
ইসি সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম বলেন, ‘২৬ মার্চ বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের ছুটি। ২৭ ও ২৮ মার্চ যথাক্রমে শুক্র ও শনিবার। অন্যদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ মার্চ। এতে প্রার্থীদের জামানতের টাকা জমা দেওয়ার সমস্যা হতে পারে। এজন্য ২৭ ও ২৮ মার্চ ব্যাংক খোলা রাখার অনুরোধ জানানো হয়েছে।’