ষাটোর্ধ্ব পাত্রের সাথে ১৪ বছরের কিশোরীর বিয়ে পাকাপোক্ত
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০১৫ ইং, ৫:৪৫ পূর্বাহ্ণ | সংবাদটি ৮৬৪ বার পঠিত
নিউজ ডেক্স:: গোয়াইনঘাট উপজেলায় ৬০ বছর বয়সী এক সৌদি প্রবাসীর সাথে ১৪ বছরের কনের বিয়ের আয়োজন পাকাপোক্ত হয়েছে। আনুষ্ঠানিকভাবে আজ রোববার এ বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা।
জানা গেছে, উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের যৎনাতা (তুকইর) গ্রামের সৌদি প্রবাসী জিল্লুর রহমান জিল্লুর একই গ্রামের আব্দুল হকের ১৪ বছর বয়সী কন্যার বিয়ের আলাপ সম্প্রতি পাকাপোক্ত হয়।
স্থানীয় একাধিক সূত্রের সাথে কথা বলে জানা গেছে, প্রবাসী জিল্লুর রহমান দীর্ঘদিন থেকে সৌদি আরবে থাকেন। তার এক স্ত্রী, ২ কন্যা ও ২ পুত্র সন্তান রয়েছে। কয়েক মাস পূর্বে তিনি ছুটিতে আসেন। আর লোলুপ দৃষ্টি পড়ে তারই নিকটাত্মীয় একই গ্রামের অপ্রাপ্ত বয়স্কা একটি কিশোরীর প্রতি। মেয়েটির বড় ভাইকে বিদেশ নেবার প্রলোভন দেখিয়ে তিনি বিয়ের প্রস্তাব দেন। গ্রাম্য মাতব্বররা পানচিনির অনুষ্ঠানসহ যাবতীয় কার্যক্রম সম্পাদনশেষে আজ রোববার বিয়ে তারিখ ঠিক করেছেন। এরই মধ্যে বিয়ের বাজারসহ আনুসাঙ্গিক সকল কাজ সম্পন্ন হয়েছে।
জানতে চাইলে প্রবাসী জিল্লুর রহমান জিল্লুর জানান, মেয়েটির বয়স কিছু কম হলেও পরিবারের সম্মতিতেই তিনি এ বিয়ে করছেন। বিয়ের মোহরানা ধরা হয়েছে-২ লাখ ৫০ হাজার টাকার কাবিন ও ২ ভরি স্বর্ণালংকার। আজ রোববার রাতে এ বিয়ে সম্পন্ন হবে বলে জানান তিনি।
কনের এক নিকটাত্নীয় জানান, কনের ভাইকে বিদেশ নেবার প্রলোভন দেখিয়ে জিল্লুর কম বয়সী এই মেয়েটির বিয়ের আয়োজন করেছেন। স্থানীয় ইউপি সদস্যের সাথে যোগসাজস করে জিল্লুর একটি ভুয়া জন্ম নিবন্ধনও সংগ্রহ করেছেন। এলাকার লোকজন এই বিয়ে বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
স্থানীয় ইউপি সদস্য নুরুল হক জানান, জন্ম নিবন্ধন অনুযায়ী মেয়ের বয়স ১৮ বছর। ভুয়া জন্ম নিবন্ধন দেয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, গ্রামে কিছু মানুষ জিল্লুরের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।