সংবিধান বিশেজ্ঞ ড.শাহদিন মালিকের পিতৃবিয়োগ
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০১৫ ইং, ৮:০৩ অপরাহ্ণ | সংবাদটি ১১৪৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::সংবিধান বিশেষজ্ঞ ড.শাহদিন মালিক এর পিতা বাংলাদেশ সরকারের সাবেক বন ও সংরক্ষন কর্মকর্তা আব্দুল মালিক চৌধুরী (মলই মিয়া) আর নেই। শুক্রবার সাড়ে তিন টায় ঢাকার বাসায় ইন্তিকাল করেছেন। ইন্না-রাজিউন। মুত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। আব্দুল মালিক চৌধুরী স্ত্রী, ১ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী আত্বীয় স্বজন রেখে গেছেন।
বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ছয়ফুল হক জানান, ঢাকায় না সরুয়ালা গ্রামে জানাযা হবে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি।
এদিকে সাবেক বন ও সংরক্ষন কর্মকর্তা আব্দুল মালিক চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রেজারার মো. মিছবাউদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামালউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, কার্যকরী কমিটির সদস্য রফিকুল ইসলাম জুবায়ের, প্রনঞ্জয় বৈদ্য অপু, শহিদুর রহমান, এদদাদুর রহমান মিলাদ, সদস্য আব্দুস সালাম মুন্না, নুরউদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম। নেতৃবৃন্দ মরহুমের আতœারমাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।