সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০১৫ ইং, ৫:৫১ পূর্বাহ্ণ | সংবাদটি ৮৮১ বার পঠিত
নিউজ ডেক্স::সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে বর্তমান সরকার কাজ করছে। সরকারের এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে দৃঢ প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বেলা ১১টায় কক্সবাজারের রামুতে নব গঠিত দশম পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন শেষে দরবার হলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
দেশের সর্ব দক্ষিণ-পূর্ব অঞ্চলে রামুতে এক হাজার ৭৮৮ একর জমিতে সেনাবাহিনীর একটি নতুন পদাতিক ডিভিশন প্রতিষ্ঠা করা হয়েছে। এর নামকরণ করা হয়েছে দশম পদাতিক ডিভিশন। গত বছরের অক্টোবর মাস থেকে এর কাজ শুরু হয়।
আজ সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে রামু সেনানিবাস ও নবগঠিত দশম পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন করেন। এর আগে ১০টা ২০ মিনিটে রামু সেনানিবাসে নির্মিত হ্যালিপ্যাডে অবতরণ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী রামুর সেনানিবাসে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, দশম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল আতাউর হালিম সরওয়ার হাসান তাকে স্বাগত জানান।
বেলা ১১টা ৩০ মিনিটে চট্টগ্রাম সেনানিবাসের উদ্দেশ্যে কক্সবাজারের রামু ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম.ফরিদ হাবিব, বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মো. এনামুল বারি, সংসদ সদস্যবর্গ, কূটনৈতিকগণ এবং উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।