সহজেই দাঁত পরিষ্কার করার উপায়
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০১৫ ইং, ১০:২৮ পূর্বাহ্ণ | সংবাদটি ১২০১ বার পঠিত
নিউজ ডেক্স:: টিপস বিভাগে আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করবার, যা কিনা আপনাদের নিত্যদিনের কাজে লাগে খুব। তারই ধারাবাহিকতায় আজ রইলো দৈনন্দিন জীবনের সাথে জড়িত একটি টিপস। পড়েই দেখুন, হয়তো ভীষণ কাজে লেগে যাবে আপনারও। আমাদের আজকের টিপস সহজেই ঝকঝকে সাদা দাঁত পাওয়া প্রসঙ্গে। আমরা সকলেই চাই দাঁত গুলো হবে ঝকঝকে সাদা ও সুন্দর। আর এই উদ্দেশ্যে হরেক রকম টুথ পেস্ট ও ডেন্টিস্ট এর পেছনে পয়সাও খরচ কম করছি না। অথচ আপনি চাইলে খুব সহজেই মুক্তি পেতে পারেন এই সমস্যা থাকে। ছোট্ট একটি কাজ আপনার দাঁত গুলোকে রাখতে পারে ঝকঝকে সাদা। “ইনস্ট্যান্ট” দাঁত সাদা করতেও এই পদ্ধতির তুলনা নেই। রইলো একটা ঘরোয়া টুথ পেস্ট তৈরির সহজ উপায়! এক টেবিল চামচ লেবুর রস নিন, তার সাথে নিন আধা চা চামচ লবণ। ভালো করে মিশিয়ে নিন। এইবার এই মিশ্রণ ব্রাশে নিয়ে দাঁত মাজুন। কিংবা আঙ্গুলের সাথে নিয়ে প্রতিটি দাঁতের আনাচে কানাচে লাগিয়ে দিন। ২ থেকে ৩ মিনিট অপেক্ষা করুন ও ভালো করে কুলি করে ফেলুন। ব্যস, এবার আয়নায় দেখুন তো কি চমৎকার চকচকে হয়েছে দাঁত গুলো! দাঁত বেশি হলদে হয়ে গেলে প্রয়োগ করতে পারেন এই উপায়। তবে রোজ রোজ করতে যাবেন না যেন। রোজ করলে দাঁতের এনামেল ক্ষয় হয়ে যেতে পারে।