সাগরদীঘিরপাড়ে ৭ তলা থেকে পড়ে ১জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০১৫ ইং, ৭:০৬ অপরাহ্ণ | সংবাদটি ৬০২ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :: সিলেট নগরীতে এসি লাগাতে গিয়ে ৭ তলা থেকে পড়ে টিসুল দাস (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে । রোববার দুপুর ১ টার দিকে সাগরদিঘিরপারের আপন টাওয়ারে এসি লাগাতে গিয়ে মারা যান তিনি। নিহত টিসুল নগরীর ভাতালিয়া এলাকার পটল দাসের ছেলে।
নিহতের বড় ভাই প্রদীব দাস জানান, দুপুরে সাগরদিঘিরপারের আপন টাওয়ারের ৭ম তলায় এসি লাগাতে যায় টিসুল। এসি লাগানোর সময় হঠাৎ পা পিচ্ছলে গেলে সে মাটিতে পড়ে যায়। আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়।
প্রদীব দাস আরো জানান, ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতির জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হয়েছে। অনুমতি পেলে রাতেই দাহ করা হবে।