সাগরে বসবাস!
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০১৫ ইং, ১:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ১১৯৯ বার পঠিত
নিউজ ডেস্ক: ব্রাজিলের রিও ডি জেনেইরোতে বাড়ি কেনার সামর্থ্য নেই তার। তাই বসবাসের জন্য রিও ডি জেনেইরো সংলগ্ন সাগর গুয়ানাবারা বে-র বুকেই আস্তানা গড়েছেন ব্রাজিলীয় যুবক হ্যামিলটন কুনহা ফিলহো।
মানুষের ফেলে দেয়া বর্জ্য (বিভিন্ন প্লাস্টিক, কাঠের টুকরো, বোর্ড ইত্যাদি) দিয়েই সাগরের বুকে ভাসমান বাড়ি বানিয়ে স্বাভাবিকভাবে বসবাস করছেন ৩০ বছরের এ যুবক। এই বাড়িতে সারা জীবন থাকবেন বলেও মনস্থির করেছেন তিনি।
সকাল-বিকাল মাছ ধরেই পেট ঠাণ্ডা করেন হ্যামিলটন। এখন রিও ডি জেনেইরোর পর্যটকদের কাছে হ্যামিল্টনের জঞ্জালের বাড়িটি নতুন আকর্ষণের বিষয় হয়ে উঠেছে।