সার্বিক উন্নয়ন কে এগিয়ে নিতে সহিংস রাজনীতি বন্ধ করতে হবে
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০১৫ ইং, ৫:৫৩ অপরাহ্ণ | সংবাদটি ৮৪৭ বার পঠিত
তজম্মুল আলী রাজু, অসিত রঞ্জন দেব ও জামাল মিয়া::বন ও পরিবেশ মন্ত্রী, জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, সিলেট আমাদের দেশের জন্য গৌরব। দেশের অর্থনীতি এগিয়ে নিতে সব সময় সিলেটের অবদান রয়েছে। তিনি বলেন, সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান, হুমায়ুন রশীদ চৌধুরী, এ.এস.এম, কিবরিয়া ও আবুল মাল আব্দুল মুহিত সিলেটের গৌরব।
মন্ত্রী বলেন, গত দুই মাসে হরতাল অবরোধে দেশের যে ক্ষতি হয়েছে। তা দিয়ে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার ভবন নির্মাণ হত। শিক্ষা ও দেশের সার্বিক উন্নয়ন কে এগিয়ে নিতে সহিংস রাজনীতি বন্ধ করতে হবে।
বুধবার বেলা দুইটায় বিশ্বনাথে দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ গভনিং বডি আয়োজিত বিদ্যালয় মাঠে তাঁর সম্মানে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গভনিং বডির সভাপতি ও দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন এর সভাপতিত্বে ও অধ্যক্ষ আব্দুল মুকিদের পরিচালনায় সংবর্ধনা সভায় বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আন্দোলনের মাধ্যমে আজ আমরা এখানে এসেছি। স্বাধীনতা উত্তরের রাজনীতি এক হওয়া টিক নয় এক্ষেত্রে সহনশীলতার রাজনীতি প্রয়োজন।
মন্ত্রী বলেন, সিলেটের যতেষ্ট পরিবর্তন হয়েছে। পরিবর্তন পরিবর্ধন এগুলো দীর্ঘদিন পরে আসায় বুঝতে পারছি। ধীরে ধীরে আরো উন্নয়ন হবে। এজন্য নিজ নিজ এলাকার সাংসদকে সহযোগিতা করতে হবে। মন্ত্রী সংবর্ধনা শেষে আনুষ্ঠানিকভাবে গোদামঘাট-গাজীর মোকার সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন ও ভাটিখাল খনন কাজের উদ্বোধন করবেন। এদিকে মন্ত্রীকে দেওকলস মাইজগ্রাম মাদ্রাসার গেইটে ফুল দিয়ে বরণ করেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ গভনিং বডি আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন শিক্ষা সচিব নজরুল ইসলাম খান। তাঁর বক্তব্যে বলেছেন, ছেলে-মেয়েদের পড়ালেখার জন্য মাল্টিমিডিয়া বই তৈরী হচ্ছে। এতে যে কোন সময় ছেলে-মেয়েরা বই পড়তে পারবে। তিন মাস হরতাল হলেও একমাসে তারা কাজ শেষ করতে পারবে। তিনি বলেন, আমরা সবাই সৃষ্ঠির আনন্দ পাই। শিক্ষা সচিব বলেন, লেখাপড়ার জন্য ককটেল বানাতে হবে। ভালগুলো শিখতে হবে। শুধু ককটেল এর অভিজ্ঞতা সব কাজে লাগবেনা। ভাল কাজে তার ব্যবহার করতে হবে।
সংবর্ধনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট ২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি (জেপি) কেন্দ্রীয় যুগ্ন-সচিব ইফতেখার হোসেন লিমন, মন্ত্রীর একান্ত সচিব অনল চন্দ্র দাশ, বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক, বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশরাফুর রহমান, সিলেটের এডিশনাল এসপি রওশনুজামান, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেন, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ তরিকুল ইসলাম, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট গিয়াসউদ্দিন আহমদ, সিলেট জেলা জাতীয় পার্টির নেতা সূফি মাহমুদ, সিলেট জেলা জাতীয় পাটি সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম মন্ঠু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ গভনিং বডির সদস্য মো. মানিকুর রহমান, আপ্তাব আলী, সুন্দর আলী, নজির আলী, মো. সিরাজ মিয়া, আব্দুস সোবহান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক এএইচ.এম ফিরোজ আলী, আওয়ামী লীগ নেতা জবেদুর রহমান, আক্তার হোসেন জুনেদ, সমাজসেবক সালমান চৌধুরী শাম্মী, উপজেলা জাতীয় পাটির ভারপ্রাপ্ত আহবায়ক সিতাব আলী, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম লালু, যুগ্ন-আহবায়ক সুমন আহমদ সুনন, এ.কে.এম দুলাল, মশরফ হোসেন, আজাদ মিয়া, আব্দুল বারী মেম্বার, উম্মর আলী, সালেহ আহমদ তোতা, আবদুল মিয়া, ফারুক মিয়া, ইছবর আলী, সেলিম আহমদ, ফিরোজ আলী, নাছিরউদ্দিন, তরুণ পার্টি নেতা সুহেল আহমদ। অনুষ্ঠানে মানপত্র পাঠ করে দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী তাসনিম বেগম।