সাড়ে ১৩ কোটি টাকা আত্মসাত, জীবন বীমা কর্মকর্তা গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০১৫ ইং, ৫:০৮ অপরাহ্ণ | সংবাদটি ৬৬৭ বার পঠিত

গ্রেফতারকৃত মো. আবদুল লতিফ চৌধুরী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ফালগুনকরা গ্রামের মৃত আবদুর রহমান চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি ঢাকা খিলক্ষেত নিকুঞ্জ-২ এর ১/এ রোডের ৩নং বাসায় বসবাস করেন।
মোজাহার আলী জানান- গত ২০০২ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত আবদুল লতিফ চৌধুরীসহ ১১ জন কর্মকর্তা-কর্মচারী মিলে ৫ হাজার ৮৫৮টি প্রিমিয়াম জালিয়াতির মাধ্যমে ১৩ কোটি ৫৮ লাখ ৪২ হাজার ৩০২ টাকা আত্মসাত করেন। এ ঘটনায় ২০১৩ সালের ১২ জানুয়ারি তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে সিলেট কোতোয়ালী থানায় মামলা দায়ের হয়। বুধবার মামলার আসামী আবদুল লতিফ চৌধুরীকে আম্বরখানা আঞ্চলিক কার্যালয় থেকে গ্রেফতার করা হয়।