সাড়ে ১৩ কোটি টাকা আত্মসাত, জীবন বীমা কর্মকর্তা গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০১৫ ইং, ৫:০৮ অপরাহ্ণ | সংবাদটি ৬৪৫ বার পঠিত
নিউজ ডেক্স::জালিয়াতির মাধ্যমে ১০ বছরে প্রায় সাড়ে ১৩ কোটি টাকা আত্মসাতের ঘটনায় দায়েরকৃত মামলায় জীবন বীমা করপোরেশন সিলেটের সাবেক আঞ্চলিক ব্যবস্থাপক মো. আবদুল লতিফ চৌধুরীকে গ্রেফতার করেছে দুদক। বুধবার দুপুর পৌণে ১টার দিকে আম্বরখানাস্থ করপোরেশনের আঞ্চলিক অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। আদালতে গ্রেফতারকৃত আবদুল লতিফের ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানিয়েছেন দুদক সিলেট সমন্বিত অফিসের উপ পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মোজাহার আলী।
গ্রেফতারকৃত মো. আবদুল লতিফ চৌধুরী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ফালগুনকরা গ্রামের মৃত আবদুর রহমান চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি ঢাকা খিলক্ষেত নিকুঞ্জ-২ এর ১/এ রোডের ৩নং বাসায় বসবাস করেন।
মোজাহার আলী জানান- গত ২০০২ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত আবদুল লতিফ চৌধুরীসহ ১১ জন কর্মকর্তা-কর্মচারী মিলে ৫ হাজার ৮৫৮টি প্রিমিয়াম জালিয়াতির মাধ্যমে ১৩ কোটি ৫৮ লাখ ৪২ হাজার ৩০২ টাকা আত্মসাত করেন। এ ঘটনায় ২০১৩ সালের ১২ জানুয়ারি তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে সিলেট কোতোয়ালী থানায় মামলা দায়ের হয়। বুধবার মামলার আসামী আবদুল লতিফ চৌধুরীকে আম্বরখানা আঞ্চলিক কার্যালয় থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. আবদুল লতিফ চৌধুরী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ফালগুনকরা গ্রামের মৃত আবদুর রহমান চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি ঢাকা খিলক্ষেত নিকুঞ্জ-২ এর ১/এ রোডের ৩নং বাসায় বসবাস করেন।
মোজাহার আলী জানান- গত ২০০২ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত আবদুল লতিফ চৌধুরীসহ ১১ জন কর্মকর্তা-কর্মচারী মিলে ৫ হাজার ৮৫৮টি প্রিমিয়াম জালিয়াতির মাধ্যমে ১৩ কোটি ৫৮ লাখ ৪২ হাজার ৩০২ টাকা আত্মসাত করেন। এ ঘটনায় ২০১৩ সালের ১২ জানুয়ারি তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে সিলেট কোতোয়ালী থানায় মামলা দায়ের হয়। বুধবার মামলার আসামী আবদুল লতিফ চৌধুরীকে আম্বরখানা আঞ্চলিক কার্যালয় থেকে গ্রেফতার করা হয়।