‘সিটি নির্বাচনে না এলে নির্মূল হবে বিএনপি’
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০১৫ ইং, ৮:০২ অপরাহ্ণ | সংবাদটি ৭৭০ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক::আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের সুযোগ গ্রহণ করে গণতান্ত্রিক পথে ফিরে না এলে খালেদা জিয়ার দল শুধু আন্দোলনেই ব্যর্থ হবে না, দেশ থেকে চিরতরে নির্মূল হয়ে যাবে।’
শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের হলরুমে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট সিরিল সিকদার স্মরণে এ সভার আয়োজন করা হয়।
‘সিটি করপোরেশন নির্বাচনের ঘোষণা দিয়ে বর্তমান সরকার বিএনপিকে গণতান্ত্রিক পথে ফিরে আসার একটা সুযোগ করে দিয়েছে’ উল্লেখ করে সুরঞ্জিত সেন বলেন, ‘এর আগেও বিএনপি এ সরকার এবং এ নির্বাচন কমিশনের অধীনে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছে। সুতরাং এখন তাদের নির্বাচনে না আসার কোনো কারণ নেই। আমি আশা করবো তারা এ সুযোগ নিয়ে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসবে। অন্যথায় ভবিষ্যতে শুধু খালেদা জিয়ার আন্দোলনই ব্যর্থ হবে না, তার দলও বাংলা থেকে চিরতরে নির্মূল হয়ে যাবে।’
‘খালেদা সারা দেশে আন্দোলনের নামে নাশকতা করার জন্য আন্তর্জাতিক এবং দেশের অভ্যন্তরীণ সন্ত্রাসীদের সংযুক্ত করেছে’ মন্তব্য করে তিনি বলেন, ‘তিনি জনগণকে সংগঠিত করে সরকারের পতন ঘটাতে চেয়েছিলেন। কিন্তু তিনি শুধু ব্যর্থেই নয়, চরমভাবে ব্যর্থ হয়েছেন।’
সিরিল সিকদারের স্মৃতিচারণ করে তিনি আরো বলেন, ‘সিরিল সিকদার মনে-প্রাণে এবং চিন্তা-চেতনায় একজন ভিন্ন মানুষ ছিলেন। তার দেশপ্রেমে কোনো খাদ ছিল না। তিনি সারা জীবন অসাম্প্রদায়িক চেতনায় তার ক্ষুদ্র শক্তি দিয়ে লড়াই করে গেছেন।’
স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউর রহমান, সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদি, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য মি. হিউবার্ড গোমেজ, যুগ্ন-সম্পাদক লিটর রোজারিও প্রমুখ। অ্যাডভোকেট সিরিল সিকদার গত ২২ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ৬ জন প্রতিষ্ঠাতার মধ্যে তিনিও একজন।