সিলেটের নিখোঁজ ব্যবসায়ী ঢাকায় উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০১৫ ইং, ২:৩৬ অপরাহ্ণ | সংবাদটি ১১০৪ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :: নগরীর সুবিদবাজার লাভলী রোড থেকে নিখোঁজ ব্যবসায়ীকে অজ্ঞান অবস্থায় সোমবার সকালে রাজধানীর একটি পাবলিক টয়লেট থেকে উদ্ধার করা হয়েছে।ওই ব্যক্তির প্রতিবেশী জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তার স্বজনরা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।তিনি জানান, ওই ব্যক্তি কেবল লুঙ্গি ও পাঞ্জাবি পরিহিত ছিলেন। তার সাথে কোন টাকা পয়সা এমনকি মোবাইল ফোনও ছিল না।পারিবারিক সূত্র জানায়, রোববার ভোরে ৫২ লাভলী রোডস্থ বাসা থেকে ফজরের নামাজ পড়তে বের হন ওই ব্যবসায়ী মো: শওকত আলী (৬০)। কিন্তু, এরপর থেকে তিনি আর বাসায় ফিরে আসেননি। এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং- ১৫৭৩।