সিলেটে এইচএসসিতে ৫৮ হাজার পরীক্ষার্থী, কেন্দ্র ৭৫টি
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০১৫ ইং, ৫:১৯ অপরাহ্ণ | সংবাদটি ১১৩২ বার পঠিত
নিউজ ডেক্স :: বুধবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি)। এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৫৮ হাজার ৬৩ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ৫৭ হাজার ৮৯৪ জন। অর্থাৎ এবার পরীক্ষার্থী বেড়েছে ১৬৯ জন। সিলেট বিভাগের ৪টি জেলার ২৩৪টি কলেজের পরীক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা কেন্দ্র রয়েছে ৭৫টি।
সিলেট শিক্ষা বোর্ডের তথ্যানুযায়ী, এবার সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা হচ্ছে ২৬ হাজার ৮৩১ জন এবং ছাত্রী সংখ্যা হচ্ছে ৩১ হাজার ২৩২ জন। এদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী রয়েছে ৪৭ হাজার ২৯৪ জন এবং অনিয়মিত পরীক্ষার্থী ১০ হাজার ২৬৭ জন।
তথ্যানুযায়ী, মোট পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ৭ হাজার ১২১, মানবিক’র ৩৯ হাজার ৬৩১ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী রয়েছে ১১ হাজার ৩১১ জন।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এবার পরীক্ষা পর্যবেক্ষণের জন্য বোর্ডের নিজস্ব তদারকির পাশাপাশি ৩০টি ভিজিলেন্স টিম থাকবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সেরে নেয়া হয়েছে বলে জানা গেছে।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মান্নান খান বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সকল প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি।
সিলেট শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একেএম গোলাম কিবরিয়া তাপাদার বলেন, পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের ক্ষতি হয়, এমন কোনো রাজনৈতিক কর্মসূচী যাতে দেয়া হয়, সেই অনুরোধ আমার।
শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যাপারে নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত সকল পর্যায়ের কর্মকর্তাদের সাথে তাদের যোগাযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।