সিলেটে জাপার বিভিন্ন ইউনিটের কমিটি বিলুপ্তি শুরু
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০১৫ ইং, ৯:৩৭ পূর্বাহ্ণ | সংবাদটি ৭৯০ বার পঠিত
বিলুপ্ত ঘোষিত কমিটি হল- গোলাপগঞ্জ উপজেলা ও পৌরসভা, বিয়ানীবাজার উপজেলা ও পৌরসভা, দক্ষিণ সুরমা উপজেলা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা জাপা কমিটি।
সোমবার রাতে নগরীর সুরমা মার্কেটস্থ দলীয় কার্যালয়ে জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির জরুরি সভা থেকে ৪টি উপজেলা ও ২টি পৌর কমিটির বিলুপ্তির সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সর্বসম্মতিক্রমে গোলাপগঞ্জ উপজেলা ও পৌরসভা, বিয়ানীবাজার উপজেলা ও পৌরসভা, দক্ষিণ সুরমা উপজেলা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা জাপা কমিটি। বিলুপ্ত কমিটিগুলো পুর্নগঠন এবং সাংগঠনিক কাজে সহায়তা প্রদানে নতুনভাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
যুক্তরাজ্য জাপার সাংগঠনিক সম্পাদক ও বিয়ানীবাজার উপজেলা জাপা নেতা শাহেদ আহমদকে বিয়ানীবাজার পৌরসভা ও উপজেলা কমিটি পুনর্গঠনের দায়িত্ব দেয়া হয়। গোলাপগঞ্জ উপজেলায় জাপা নেতা মুজিবুর রহমান মুজিব ও এসএ মালেককে, পৌরসভার কমিটিতে জাপা নেতা সায়েম আহমদ চৌধুরী ও সাবেক পৌর কমিশনার নিজাম উদ্দিনকে এবং ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমার কমিটি গঠনের জন্য সাংগঠনিক কাজে সহযোগিতা করতে জেলা জাপার যুগ্ম আহবায়ক আহসান হাবিব মঈন ও সদস্য বাশির আহমদকে দায়িত্ব দেয়া হয়।
সভায় আগামী ১৩ মার্চ বিয়ানীবাজার, ১৪ মার্চ গোলাপগঞ্জ, ২০ মার্চ দক্ষিণ সুরমা ও ২১ মার্চ ফেঞ্চুগঞ্জ উপজেলা কমিটির আহবায়ক কমিটি গঠনের জন্য জেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দ উক্ত উপজেলা ও পৌরসভায় সফর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, জেলার আহবায়ক আব্দুল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে ও সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় জাপার সদস্য মাহবুবুর রহমান চৌধুরী, জেলা জাপার যুগ্ম আহবায়ক আব্দুল মালেক খান, আহসান হাবিব মঈন, অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী, আব্দুল মজিদ সরকার, জেলার সদস্য, নাজমুল ইসলাম, বাশির আহমদ, দৌলা মিয়া, ফরিদুর রহমান, তাজ উদ্দিন এপলু, এম এ শহীদ, জাহাঙ্গির খান, শেখ আসাদুজ্জামান জুবায়ের, শামীম আহমদ মিন্টু, পীর এনামুল হক, আব্দুল বারী, হেলাল লস্কর, নাহিদা আক্তার, আরশ আলী বাবলু, আব্দুস সামাদ চৌধুরী, বেলায়েত হোসেন চৌধুরী, বশির উদ্দিন, মঈন উদ্দিন, সামসুদ্দিন রানা, জয়নাল হোসেন, আফতাল আলী প্রমুখ।