সিলেটে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০১৫ ইং, ৬:১১ অপরাহ্ণ | সংবাদটি ৭৭৮ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :: সিলেটে শরিফা খাতুন (১৬) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শরিফা নগরীর ৫নং ওয়ার্ডের খাসদবির সৈয়দ মুগনী আবাসিক এলাকার তরঙ্গ ৪/৪ বাসার হাসিম মিয়ার মেয়ে।
বুধবার (১১ মার্চ) বেলা ১২টার দিকে উক্ত বাসার শয়নকক্ষে শরিফার ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। বিষয়টি সিলেট মহানগরীর বিমানবন্দর থানায় জানানো হলে দুপুর দেড়টার দিকে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
সুরতহাল প্রস্তুতকারী সিলেট বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) প্রলয় রায় জানান- ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় কেউ দায়ী নয় এমন লেখা সংবলিত একটি চিরকুট ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে এসআই জানান- শরিফার বাবা হাসিম মিয়া পেশায় রাজমিস্ত্রী। বাড়ি নেত্রকোনা জেলার কলবাখান্দা উপজেলার তেরোটুপা গ্রামে। সুরতহাল রিপোর্টে আত্মহত্যার প্রমাণ মিলেছে।
তবে কি কারণে আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন বলেন- ঘটনাটি স্রেফ আত্মহত্যা। এ নিয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। তবে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।