সিলেটে শিবির নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০১৫ ইং, ১১:৫৮ পূর্বাহ্ণ | সংবাদটি ১১৪৮ বার পঠিত
নিউজ ডেক্স::সিলেট মহানগরীর ১০নং ওয়ার্ড শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি সোহেল আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর ঘাসিটুলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শিবির নেতা সোহেল ঘাসিটুলা হিয়াবরণ মোল্লাপাড়ার সবুজসেনা আবাসিক এলাকার বি ব্লকের ১৪৫ নম্বর বাসার মানিক মিয়ার ছেলে।
কোতোয়ালি থানার লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রবিউল হক মাসুম বলেন, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সোহেলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ৩টি মামলা রয়েছে।