সিলেটে হত্যার দায়ে দুই জনের ফাঁসি, একজনের যাবজ্জীবন
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০১৫ ইং, ২:৫০ অপরাহ্ণ | সংবাদটি ১২৩১ বার পঠিত
ফাঁসির দন্ডপ্রাপ্তরা হচ্ছে, দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের খতিরা গ্রামের এরশাদ আলীর ছেলে ফজর আলী ও একই গ্রামের আবুল আলীর ছেলে বশির আলী। যাবজ্জীবন কারাদন্ড হয়েছে খতিরা গ্রামের এরশাদ আলীর ছেলে ফয়জুল আলীর। এছাড়া এ মামলার রায়ে ১০ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
দন্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো এক বছরের কারাভোগ করতে হবে তাদের।
সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মাসুক আহমদ সিলেটভিউ২৪ডটকমকে জানান, ২০০৯ সালের ২ মার্চ বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের খতিরা গ্রামের মৃত রহমান উল্লাহর ছেলে বাবুল আলী ও এরশাদ আলীর ছেলে ফজর আলীর লোকজনের সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই মারা যান বাবুল আলীর ভাই সুরুজ আলী।
এ ঘটনায় নিহতের ভাই বাবুল আলী বাদী হয়ে ৩ মার্চ ১৪ জনকে আসামী করে দক্ষিণ সুরমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।