সিলেট জজ কোর্ট আদালত সংলগ্ন এলাকায় আইনজীবী ছুরিকাহত
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০১৫ ইং, ৬:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ৮৬৭ বার পঠিত
নিউজ ডেক্স::এডভোকেট ফয়েজ আহমদ সিলেট জজ কোর্ট আদালত সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগে ভর্তি করা হয়েছে।
এডভোকেট ফয়েজ আহমদের আত্নীয় জসিম উদ্দিন জানান, বেলা পৌনে ২টার দিকে এডভোকেট ফয়েজ আদালতের কার্যক্রমশেষে শিবগঞ্জ লামাপাড়াস্থ বাসায় ফিরছিলেন। কোর্ট চত্বর থেকে বের হওয়ার পর পরই দুই যুবক তাকে পিছন দিক থেকে ছুরিকাঘাত করে। এতে তিনি আহত হন। তাৎক্ষনিকভাবে তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমার্জেন্সী বিভাগে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসাশেষে তাকে হাসপাতালের অর্থোপেডিকস বিভাগে ভর্তি করা হয়।
ওসমানী হাসপাতালের ইমার্জেন্সী মেডিক্যাল অফিসার ডা: খায়রুল বাশার আইনজীবী ফয়েজ আহমদকে চিকিৎসা দেবার বিষয়টি নিশ্চিত করে বলেন, তার অবস্থা আশংকামুক্ত বলে জানিয়েছেন।