সিলেট রেঞ্জের শ্রেষ্ট ‘ওসি’ সফিকুর রহমান খাঁন
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০১৫ ইং, ৬:২০ অপরাহ্ণ | সংবাদটি ৬৫৬ বার পঠিত
নিউজ ডেক্স::জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুর রহমান খাঁন সিলেট রেঞ্জের শ্রেষ্ট ‘ওসি’ নির্বাচিত হয়েছেন। গত ২৩ মার্চ সোমবার সকাল ১০ টায় সিলেট ডিআইজি অফিস মিলনায়তনে অনুষ্ঠিত অপরাধ ও বিবিধ বিষয়ক এক রেঞ্জ সম্মেলনে সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করেন। জানা যায়, ওসি সফিকুর রহমান খাঁন গত বছরের ১ ডিসেম্বর যোগদানের পর জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দের সহযোগিতায় হত্যা মামলার আসামী আটক করে লোমহর্ষক স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ,২৩ জন ডাকাত আটক, ২জন নাশকতাকারীকে আটক করে আদালতের মাধ্যমে চাঞ্চল্যকর স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ, ও বেশ কয়েকটি মাদকের চালান আটকসহ নানা বিষয়ে স্বল্প সময়ে সফলতা অর্জন করায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।