সিলেট সমাজকল্যাণমন্ত্রী মহসিন আলীর গানে মুগ্ধ কলকাতাবাসী
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০১৫ ইং, ১:২৭ অপরাহ্ণ | সংবাদটি ৮২৫ বার পঠিত
শুক্রবার সন্ধ্যায় ‘হ্যালো কলকাতা’ নামের একটি সংগঠন কলকাতায় ‘নেহেরু সাম্য সম্মাননা-২০১৪’ পুরস্কারে ভূষিত করে বাংলাদেশের সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীকে।
অনুষ্ঠানের ফাঁকে মহসিন আলী হেমন্ত মুখোপাধ্যায় ও মান্না দে’র গাওয়া ৫টি গানসহ কয়েকটি দেশাত্মবোধক গান পরিবেশন করেন। যন্ত্র ছাড়াই মন্ত্রীর কন্ঠে জনপ্রিয় গান শুনে মুগ্ধ হন উপস্থিত লোকজন। তুমুল করতালির মাধ্যমে তাকে অভিনন্দিত করেন অতিথিরা।
সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ওইদিন বিকালে কলকাতা প্রেস ক্লাবেও সংবর্ধনা দেয়া হয় সমাজকল্যাণমন্ত্রীকে। অনুষ্ঠানে মন্ত্রীর হাতে তুলে দেয়া হয় ‘আচার্য দীনেশ চন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক-২০১৪’। আচার্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটির উদ্যোগে তাকে এই পদক প্রদান করা হয়।
পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত মন্ত্রী বলেন, আমি খুবই আনন্দিত, গর্বিত। দীনেশ চন্দ্র সেন একজন নামী ব্যক্তি ছিলেন। তার নামাঙ্কিত এই পুরস্কারে ভূষিত হয়ে খুব ভাল লাগছে। জীবনে অনেক পুরস্কারেই ভূষিত হয়েছি কিন্তু এর সম্মানটাই আলাদা।