সিলেট হুইপ সেলিম উদ্দিনের বাসার সামনে বিস্ফোরণ
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০১৫ ইং, ৯:২৮ পূর্বাহ্ণ | সংবাদটি ৬৬২ বার পঠিত
হুইপ সেলিম উদ্দিন জানান- রাতে তার বাসা লক্ষ্য করে দুর্বৃত্তরা বোমা জাতীয় কোন কিছু ছুঁড়ে মারে। এর বিস্ফোরণে বিকট শব্দ হলে তার বাসাসহ আশপাশ বাসার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি এসময় বাসায় ছিলেন না। বিস্ফোরণের খবরটি তিনি ফোনে শাহপরাণ থানার ওসিকে অবগত করেছেন।
হুইপ সেলিম উদ্দিনের একান্ত সচিব রুহুল আমিন জানান- বিস্ফোরণের খবর পেয়ে শাহপরাণ থানার ওসি সাখাওয়াত হোসেন হুইপের বাসায় ছুটে আসেন। তিনি বিস্ফোরণের আলামত সংগ্রহ করে নিয়ে যান।
এদিকে, সেলিম উদ্দিনের বাসায় বিস্ফোরণের খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা জাপার সাবেক সহ সভাপতি আব্দুস শহীদ লশকর বশীর, সিলেট জেলা জাতীয় যুবসংহতি সভাপতি আলতাফুর রহমান আলতাফ, সিলেট জেলা সেচ্ছাসেবক পার্টির সভাপতি সহিদ আহমদ শিব্বির, সহ-সভাপতি কুটি মিয়া, যুক্তরাজ্য যুব সংহতির সাধারন সম্পাদক আব্দুল আলীম, জেলা ছাত্র সমাজের যুগ্ম-আহবায়ক কামাল উদ্দিন, মান্না আহমদ।