বিজিবি’র পৃথক অভিযানে সাড়ে ১২ লাখ টাকার মাদকদ্রব্য আটক
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০১৫ ইং, ৫:০১ অপরাহ্ণ | সংবাদটি ৬১৮ বার পঠিত

বুধবার দুপুরে ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন থেকে সংবাদ মাধ্যমে প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ৮১১ বোতল বিদেশী মদ এবং ৮৪ বোতল বিয়ার আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১২ লাখ ৩৭ হাজার ৫শ’ টাকা।
আটককৃত মদ স্থানীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।