সিসিক ৭নং ওয়ার্ড উপ-নির্বাচন : বিজয়ী আফতাব হোসেন খান
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০১৫ ইং, ৬:৫২ অপরাহ্ণ | সংবাদটি ৮০৩ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেক্স::সিলেট সিটি করপোরেশনের ৭ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আফতাব হোসেন খান। ঘুড়ি প্রতীক নিয়ে নির্বাচনে লড়ইয়ে আফতাব পেয়েছেন মোট ৩৯০৭টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ লাঠিম প্রতীক নিয়ে পেয়েছেন ২৫৫২ ভোট। রবিবার সকাল ৮টা থেকে ওয়ার্ডের ৮টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল ৪টা পর্যন্ত।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৭ মে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন নজিবুর রহমান নিরু। গত বছরের ১৬ ডিসেম্বর তিনি মারা যান। এর দু’দিন পর (১৮ ডিসেম্বর) স্থানীয় সরকার আইন সিটি করপোরেশন ২০০৯ এর ১৫/ঙ ধারা অনুযায়ী পাশ্ববর্তী ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমকে এ ওয়ার্ডের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।