সুনামগঞ্জে জামায়াত-বিএনপিকর্মীসহ গ্রেফতার ২৬
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০১৫ ইং, ১০:৩৭ পূর্বাহ্ণ | সংবাদটি ৭২৪ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেক্স::সুনামগঞ্জে অবরোধে নাশকতার অভিযোগে জামায়াত-বিএনপির ২ কর্মীসহ বিভিন্ন মামলায় ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। নাশকতার অভিযোগে তাদের গ্রেফতার করা হয় বরে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার মো. হারুন অর রশিদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নাশকতারোধে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।