স্বাধীনতার মাসকে বরণে সিলেটে বর্ণাঢ্য শোভাযাত্রা
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০১৫ ইং, ৫:০৮ অপরাহ্ণ | সংবাদটি ৮৪৯ বার পঠিত
নিউজ ডেক্স::বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সিলেটে বরণ করা হলো স্বাধীনতার মাস মার্চ। এ উপলক্ষে রবিবার সকালে সিলেট নগরীর শারদা হলের সামনে থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বের করা হয় বিশাল শোভাযাত্রা। শোভাযাত্রায় জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন অংশ নেন।
শোভাযাত্রাটি শারদা হলের সামনে থেকে বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। শোভাযাত্রা পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক শহীদুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর কমান্ডার ভবতোষ রায় রানা, ডেপুটি কমান্ডার আবদুল খালিক প্রমুখ।