১১ মার্চের দাখিল পরীক্ষা ৩ এপ্রিল
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০১৫ ইং, ১:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ৬৩৬ বার পঠিত
নিউজ ডেস্ক :: হরতালের কারণে স্থগিত থাকা মাদ্রাসা বোর্ডের দাখিলের উচ্চতর গণিত (তত্ত্বীয়) পরীক্ষার নতুন সূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বলেন, আগামী ৩ এপ্রিল সকাল ৯টা থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১১ মার্চ এ পরীক্ষা হওয়ার কথা ছিল।
গত জানুয়ারির প্রথম দিক থেকে অবরোধের পাশাপাশি হরতাল কর্মসূচি পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এ জন্য পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী এসএসসি ও সমমানের কোনো পরীক্ষাই নেওয়া যায়নি।
গত ২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু হরতালের কারণে তা শুরু হয় ৬ ফেব্রুয়ারি। হরতালে সবগুলো (১৬ দিন) এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে।
শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে এসব পরীক্ষা নেওয়া হয়।