১৪৮ যাত্রী নিয়ে জার্মান বিমান ফ্রান্সে বিধ্বস্ত
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০১৫ ইং, ৭:০৪ অপরাহ্ণ | সংবাদটি ১১৫১ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ নিউজ ডেস্ক: ১৪৮ জন যাত্রী ও ক্রু নিয়ে জার্মানির একটি বিমান ফ্রান্সের সিমান্তে বিধ্বস্ত হয়েছে। বিমানটির সব আরোহী নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ফ্রান্সের সীমানায় আল্পস্ পর্বতে যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়।
বিমানে ১৪২ জন যাত্রী ও ছয় জন ক্রু ছিল বলে প্রাথমিক খবরে জানা যাচ্ছে। ফরাসি এভিয়েশন কর্মকর্তারা বলছেন, জার্মান বাজেট এয়ারলাইন্স জার্মান উইংস্ এই বিমানটি পরিচালনা করছে।
বিমানটি স্পেনের বার্সেলোনা শহর থেকে জার্মানির ডুসেলডর্ফ যাচ্ছিল বলে কর্মকর্তারা জানাচ্ছেন। ফরাসি শহর ডিনয়ো-ল্য-বাঁন-র কাছে বিমান থেকে জরুরি বিপদ সঙ্কেত পাঠানো হচ্ছিলো বলে জানান।
ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সোঁয়া ওলান্দ বলছেন, বিমানের যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম।
জার্মানির জাতীয় বিমান সংস্থা লুফথানসা এই বাজেট এয়ারলাইন্স জার্মান উইংস্-এর মালিক।