‘২৬ থেকে ২৯ এপ্রিল এইচএসসি পরীক্ষা হবে না’
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০১৫ ইং, ৩:০০ অপরাহ্ণ | সংবাদটি ৬৯৫ বার পঠিত
নিউজ ডেস্ক :: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, সিটি করপোরেশন নির্বাচনের কারণে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার পূর্ব নির্ধারিত ২৬, ২৭, ২৮ ও ২৯ এপ্রিলের পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে ওই পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে তা জানাননি তিনি।
সচিবালয়ে রোববার এইচএসসি পরীক্ষার সময়কার আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক সভায় এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। প্রসঙ্গত, আগামী ২৮ এপ্রিল ঢাকার দুই সিটি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।আগামী ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।
এইচএসসি পরীক্ষার প্রশ্নফাঁস রোধে সারাদেশে কড়া গোয়েন্দা নজরদারি চলবে জানিয়ে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, হরতাল-অবরোধসহ যত বাধা-বিঘ্নই আসুক না কেন এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে। ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের জন্য যে চারদিনের পরীক্ষা পেছানো হবে সেগুলোর তারিখ পরে জানানো হবে।
সভায় ভারপ্রাপ্ত শিক্ষা সচিব স্বপন কুমার সরকার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু বকর সিদ্দিকসহ পুলিশ, র্যাব, এসবি, এনএসআই, ডিবি ও বিজি প্রেসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর প্রায় ১২ লাখ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে।