৬ ডিসেম্বরই ‘বিশ্বনাথ মুক্ত দিবসের’ সঠিক তারিখ দাবি
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০১৫ ইং, ৭:১৭ অপরাহ্ণ | সংবাদটি ১২৫৬ বার পঠিত
জামাল মিয়া ও আবুল কাশেম:: বিশ্বনাথ উপজেলার পরিষদ মিলনায়তনে ‘বিশ্বনাথ মুক্ত দিবসের সঠিক তারিখ প্রসঙ্গে’ গত শনিবার বিকেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা নায়েক গোলাম মোস্তফার লিখিত নিবন্ধ পাঠ করেন মুক্তিযোদ্ধা ছৈদুর রহমান। নিবন্ধেনে উল্লেখ করা হয় ১০ নয়, ৬ ডিসেম্বরই বিশ্বনাথের সঠিক ‘মুক্ত দিবস’। এদিকে স্বাধীনতার ৪৪ বছর পর ‘বিশ্বনাথ মুক্ত দিবস’ নিয়ে দ্বিমতের সৃষ্ঠি হওয়ার ফলে জনমনে নানান জল্পনা-কল্পনা দেখা দিয়েছে। কারও ব্যক্তি স্বার্থে ইতিহাস লুকিয়ে রাখা হয়ে ছিল, নাকি কারও ব্যক্তি স্বার্থে আবার ‘মুক্ত দিবসের’ তারিখ নিয়ে নতুন কোন নাটক মঞ্চস্থ করার পায়তারা চলছে, এমন প্রশ্ন অনেকের মনেই আজ দেখা দিয়েছে।
নিবন্ধনে উল্লেখ করা হয়, নায়েক গোলাম মোস্তফার নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ৭১র ৫ ডিসেম্বর রাতে থানা ঘেরাও করেন। এসময় একজন বাহকের মাধ্যমে থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে চিঠি পাঠনো হয় আতœসমপর্ণের কথা বলে। চিঠিতে উল্লেখ ছিল যদি আতœসমর্পণ না করা হয় তাহলে থানা উড়িয়ে দেওয়া হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা আতœসমর্পন করতে রাজি হলে গোলাম মোস্তফা তাঁর সঙ্গিয় মুক্তিযোদ্ধা তৈয়ব আলী, ছৈদুর রহমান, জমির আলীকে সাথে নিয়ে থানায় প্রবেশ করেন। ৬ ডিসেম্বর ভোর আনুমানিক ৫টায় থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ বাহিনী নিয়ে হিসাব-নিকাশ, অস্ত্র-সস্ত্রসহ লিখিত আতœসমর্পনপত্র তাঁর (গোলাম মোস্তফা) নিকট হস্তান্তর করেন। এরপর ওই দিনই উপস্থিত মুক্তিযোদ্ধা, সংগঠক ও জনসাধারণের উপস্থিতিতে নায়েক গোলাম মোস্তফা জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেছেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট শাহ মোদাব্বির হোসেন মানিক মিয়া, অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট নূরুল ইসলাম খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তজম্মুল আলী, মুক্তিযোদ্ধা নায়েক গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তৈয়ব আলী, মুক্তিযোদ্ধ ছৈদুর রহমান। নিজেদের বক্তব্যকালে মুক্তিযোদ্ধা নায়েক গোলাম মোস্তফা ছাড়া আর কোন বক্তাই স্পষ্ট করে ‘৬ ডিসেম্বর’ বিশ্বনাথ মুক্ত দিবস একথা বলেননি। সবাই তারিখটি মুক্তিযোদ্ধা নায়েক গোলাম মোস্তফার উপর ছেড়ে দিয়েছে।