৭ নং ওয়ার্ডে উপনির্বাচন চলছে
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০১৫ ইং, ১:১৩ অপরাহ্ণ | সংবাদটি ১২১৫ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেক্স: সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ নির্বাচন চলছে। রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ৮টি কেন্দ্রে ১৮ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওয়ার্ডের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সিলেট নগরীর জালালাবাদ, পীরমহল্লাসহ, বনকলাপাড়া, হাজীপাড়া এবং ফাজিলচিস্ত ও লন্ডনীরোডের একাংশ নিয়ে নগরীর ৭নং ওয়ার্ড। ওয়ার্ডের লোকসংখ্যা প্রায় ৫০ হাজার। এর মধ্যে ভোটার সংখ্যা প্রায় ১৮ হাজার। ভোটারদের মধ্যে পুরুষ ৯ হাজার ৪৯ জন এবং মহিলা ৮ হাজার ৬শ’ ৫২ জন। ওয়ার্ডের ৮টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওয়ার্ডের অন্যতম ভোট কেন্দ্র গুলো হচ্ছে আব্দুল গফুর আদর্শ ইসলামী বিদ্যালয় ও কলেজ, গৌছ উদ্দিন রেজি: প্রাথমিক বিদ্যালয়, গৌছুল উলুম জামেয়া ইসলামিয়া, পিটিআই পরীক্ষন প্রাথমিক বিদ্যালয়, হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজ।
সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা মো: আজিজুল ইসলাম জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ জানান, আইন শৃঙ্খলা রক্ষায় প্রতি কেন্দ্রে ১০ জন পুলিশ এবং ১২ জন আনসার সদস্য সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন। একই সাথে প্রতি কেন্দ্রে একজন সহকারী কমিশনারের নেতৃত্বে একটি মোবাইল টিম থাকবে। এছাড়া পুলিশের স্ট্রাইকিং ফোর্স টাইগার টিম, ডিবি, সিটি এসবি এবং র্যাব ও বিজিবির টহল অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৭ মে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নজিবুর রহমান নীরু নির্বাচিত হন। গত ১৬ ডিসেম্বর কাউন্সিলর নীরুর মৃত্যুতে ওই ওয়ার্ডের কাউন্সিলর পদ শূণ্য হয়। পরবর্তীতে ওই ওয়ার্ডের উন্নয়ন কাজের তদারকির দায়িত্ব পান ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।
গত ১১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের এক আদেশে ২২ মার্চ সিসিক’র ৭নং ওয়ার্ডের উপ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এরপর থেকে ৫ জন প্রার্থী আটঘাট বেঁধে নেমে পড়েন মাঠে।
প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ সমর্থিত আফতাব হোসেন খান ‘ঘুড়ি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার সাথে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি এবারের নির্বাচনে ‘লাঠিম’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়ও সৈয়দ বাহারুল ইসলাম রিপন ‘রেডিও’, মুহিবুর রহমান ছাবু ‘ঠেলাগাড়ি’ ও আওয়ামী লীগ নেতা মো. আব্দুল করিম শামীম ‘ব্যাট’ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।