ওসমানীনগরে এলাকাবাসীর প্রতিবাদ সভা
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০১৫ ইং, ৪:২০ অপরাহ্ণ | সংবাদটি ৬৬৯ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি::জেলা পেট্টোল বাংলা এসোসেশিয়নের সদস্য ও মেসার্স সুপ্রিম ফিলিং ষ্টেশনের প্রোপাইটর সিলেটের ওসমানীনগর উপজেলার তরুন ব্যবসায়ী আব্দুল মুমিনের ছবি সম্মেলিত ব্যানার করে গত সোমবার শেরপুরে অনুষ্টিত হুমায়ুন হত্যার জড়িতদের গ্রেফতার দাবিতে অনুষ্টিত মানববন্ধনের প্রতিবাদে মঙ্গলবার রাতে স্থানীয় ব্রাম্মন গ্রামে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন মো: রমজান মিয়া। মো: আব্দুর রজ্জাকের পরিচালনায় বক্তব্য রাখেন আফজল আহমদ বেলাল সুন্দর মিয়া, মেহের আলী, জুনেদ আহমদ, আব্দুল মতিন,এম এ হামিদ প্রমুখ। সভায়
মৗলভীবাজার সদর উপজেলার কলেজ ছাত্র হুমায়ুন হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের শেরপুরে মানববন্ধন অনুষ্টিত গত ১৭ মার্চ মঙ্গলবার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত মানববন্ধনের ছবির ব্যানারে আব্দুল মুমিনের ছবি লাগিয়ে তাঁর শাস্তি দাবি করার ঘটনার নিন্দা জ্ঞাপন করে বক্তারা বলেন প্রকৃত পক্ষে হত্যা মামলার এজহারে আব্দুল মুমিন এর নাম অন্তভুক্ত নয়। এমন হত্যাকান্ডের ঘটনার দিন মুমিন তাঁর ব্যবসায়িক কাজ নিয়ে ব্যাস্থ ছিলেন। শুধু মাত্র মান সম্মান ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যে নিয়ে একটি কু-চক্রী মহল কাল্পনিক ভাবে ঘটনার এক মাস পর অনুষ্টিত মানব বন্ধনে আব্দুল মুমিনের ছবি লাগিয়ে শাস্তি দাবি করেছে । তাই এলাকাবাসীর পক্ষ থেকে আমরা উক্ত কাল্পনিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি।