জগন্নাথপুরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০১৫ ইং, ৮:৫৫ অপরাহ্ণ | সংবাদটি ৭৭৮ বার পঠিত
তজম্মুল আলী রাজু ও মো. আব্দুল হাই:: জগন্নাথপুরে দীর্ঘ ৩যুগ পর ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। আজ বুধবার দুপুরে পৌর শহরের হবিবপুর দক্ষিন পাড়া খৈয়াটেকী মাঠে একদল সৌখিন তরুন, যুবক ও পল্লী গ্রুপের উদ্যোগে আয়োজিত ঘোড় দৌড় প্রতিযোগিতায় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের কাজল মিয়ার টাইগার নামক ঘোড়াটি চ্যাম্পিয়ান হয়ে টেলিভিশন পুরস্কার পেয়েছে। প্রচার-প্রচারনা না থাকলেও আকষ্মিকভাবে ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন হওয়ায় শিশু-কিশোরদের পাশাপাশি সকল বয়সী দর্শকদের উপচে পড়া ভীড়ে প্রতিযোগিতাস্থলে অন্যরকম এক আমেজের সৃষ্টি হয়। প্রথমবারের মতো ঘোড় দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা দর্শকদের পাশাপাশি শিশু কিশোরদের মনে ছিল আনন্দের ছোঁয়া। মাঠের দর্শক সাঁিড়তে দাড়িয়ে থাকা জগন্নাথপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আজিজুল হক সুমন অনুভূতি প্রকাশ করে জানান, দৌড় শুরুর পর ঘোড়ার পিঠে ছোট ছোট শিশুদের দেখে প্রথমে কৌতু হলের সৃষ্টি হলেও আনন্দ বিনোদনের প্রাচীন ঐতিহ্যের অংশ ঘোড় দৌড় প্রতিযোগিতা প্রথম বারের মতো উপভোগ করতে পেরে সত্যিই আনন্দ লেগেছে। কালের বিবর্তে হারিয়ে যাওয়া গ্রামীন খেলাধূলা বর্তমান তরুন প্রজন্মকে উপহার দেয়ায় প্রতিযোগিতার আয়োজকদের অভিনন্দন জানান। এভাবেই প্রতিযোগিতাস্থলে দর্শক সাঁিড়তে থাকা অসংখ্য শিশু-কিশোর যুবকরা তাদের আনন্দের অনুভূতি প্রকাশ করেছেন। দুপুর ২টা থেকে শুরু হওয়া প্রতিযোগিতা বিকেল ৪টা পর্যন্ত চলে। এতে জগন্নাথপুর ও ছাতক উপজেলা থেকে ১২টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। জগন্নাথপুর পৌর শহরের ব্যবসায়ী সৌখিন কাজল মিয়া, সাবেক কমিশনার মাসুক মিয়া, পল্লী গ্রুপের শফিক মিয়া, সিদ্দিকুর রহমান সিদ্দেক, সুমন, মতিনসহ একদল সৌখিন তরুন ও যুবকদের আয়োজনে ঘোড় দৌড় প্রতিযোগিতাটি অনুষ্টিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ঘোড়ার মালিকদের হাতে পুরস্কার তুলে দেন পৌরসভার প্যানেল মেয়র আবাব মিয়া। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী হবিবপুর গ্রামের দিলা মিয়া। ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহনকৃত ঘোড়াগুলো হচ্ছে জগন্নাথপুর উপজেলার কুবাজপুর গ্রামের কাজল মিয়ার টাইগার, পৌর শহরের ছিলিমপুর এলাকার বাসিন্দা সাবেক কমিশনার মাসুক মিয়ার সিদ্দেক বাদশা, ছাতক উপজেলার হায়দরপুর গ্রামের পারভেজ মিয়ার পাওয়ার বক্্র, শক্তিয়ার গাঁও গ্রামের হান্নান মিয়ার রঞ্জিত, জগন্নাথপুর উপজেলার কাদিপুর গ্রামের লিটন মিয়ার বাংলার ডন, শ্রীধরপাশা গ্রামের সুমন মিয়ার জয় বাংলা, সাদিপুর গ্রামের আমিন মিয়ার কাজল মনি, ছাতক উপজেলার হায়দরপুর গ্রামের পারভেজ মিয়ার উড়াল বাক, জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া গ্রামের লন্ডন প্রবাসী মাসুক মিয়ার বাদল মস্তান, কুবাজপুর গ্রামের জামিল মিয়ার জামিল বাদশা, পৌর শহরের হবিবনগর এলাকার তনজব আলীর সোনার বাংলা, শাহারপাড়া গ্রামের লন্ডন প্রবাসী মাসুক মিয়ার ফুলবাগান। প্রতিযোগিতায় অংশগ্রহনকৃত বিজয়ী ১২টি ঘোড়ার মধ্যে ১ম পুরস্কার টেলিভিশন পেয়েছে টাইগার, ২য় পুরস্কার সিদ্দেক বাদশা সিলিং ফ্যান, ৩য় পুরস্কার পাওয়ার বক্্র সিলিং ফ্যান এবং বাকি ৯টিকে ছাতা পুরস্কার দেয়া হয়েছে।