পর্যায়ক্রমে প্রতিটি গ্রামে বিদ্যুতায়ন করা হবে —শফিক চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০১৫ ইং, ৯:৪১ অপরাহ্ণ | সংবাদটি ১০৭২ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জ উপজেলার দক্ষিন রিফাতপুর, দক্ষিন গহরপুর, গুরাপুর ও কালিয়ার গাঁও গ্রামের ২৪৮টি পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ লাইনের সংযোগ দেয়া হয়েছে। রবিবার বিকেলে দক্ষিন রিফাতপুর গ্রামের হাজী শফিক মিয়ার বাড়ীতে উদ্ভোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেন, নবম সংসদ নির্বাচনের পুর্বে আওয়ামীলীগের ঘোষিত ইসতিহারে বলা হয়েছিল প্রতিটি গ্রামে বিদ্যুৎ সংযোগ দেয়ার হবে। তাই সরকারের প্রতিশ্রিতি অনুযায়ী আমরা ধারাবাহিকভাবে বিদ্যুৎ বঞ্চিত গ্রাম গুলোতে বিদ্যুতের আলো পৌছে দিতে পেরেছি।
তিনি বলেন আওয়ামীলীগ সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ করার জন্য জামায়াত বিএনপি জোট আন্দোলনের নামে জনগনকে অযথা হয়রানি করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষে দিন রাত কাজ করে যাচ্ছেন। দেশের বিদ্যুৎ সহ অন্যান্য খাতের সাফল্য উল্লেখ করে তিনি বলেন নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ জয়লাভ করার পর থেকে গ্রামীন অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিদ্যুৎ খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের প্রতিটি গ্রামে বিদ্যুতায়ন করা হবে।
৩নং ওয়াড আওয়ামীলীগের সভাপতি আলতা মিয়ার সভাপতিত্বে ও প্রজন্মলীগ নেতা শাহ্ জাহেদ আহমদের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, সিলেট পল্ল¬ী বিদ্যুৎ সমিতি ১এর আওতাধীন কাশিকাপন জোনাল অফিসের সহকারী ডেপুটি জেনারেল ম্যানেজার (এডিজিএম) রবিউল হাসান, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক জুনেদ মিয়া, ওসমানীনগর সেচ্ছাসেবকলীগের আহবায়ক সিলেট ও কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পরিচালক চঞ্চল পাল, বালাগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার, সাংবাদিক শামীম আহমদ।
্ছাত্রলীগ নেতা সাইদুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সুচিত সভায় অন্যান্যদের মধ্যে অনুষ্টানে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কৃপেষ শুক্ল বৈদ্য, সাংবাদিক রজত দাস ভুলন, মো: কাজল মিয়া, আব্দুল হাদি, সাবেক ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা মশাহীদ আলী, আওয়ামীলীগ নেতা মাহমদ আলী কাচা, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কাশি কাপন পল্লী বিদ্যুৎ অফিসের পরিদর্শক মর্তুজা আহমদ, জাতীয় শ্রমিকলীগ সিলেট জেলা শাখার সহ সভাপতি মোশাররফ আলী, যুবলীগ নেতা রিয়াজ উদ্দিন, আক্তার আহমদ সরদার, দীপঙ্কর ধর, ওসমানীনগর থানা যুবলীগ নেতা সেবুল আহমদ, মঈন উদ্দিন মোহন, সমাজ সেবক সিরাজ মিয়া, দিলাল মিয়া, দুলাল মিয়া, মতাহীর আলী, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমদ, সেচ্ছাসেবকলীগ নেতা কাদির মিয়া, ছাত্রলীগ নেতা সুমন আহমদ, নয়ন তালুকদার, জুয়েল আহমদ, ইব্রাহিম আলী সুজন, কামরুল আহমদ, সাহেদ আহমদ, উপজেলা প্রজম্মলীগের যুগ্ম আহবায়ক রাজিন সালেহ।