পোষ্টারে ছেয়ে গেছে বিশ্বনাথ!
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০১৫ ইং, ৬:১৮ পূর্বাহ্ণ | সংবাদটি ৮৪৭ বার পঠিত
আব্দুল মজিদ ::বিশ্বনাথ উপজেলা সদরের পুরান বাজার বণিক কল্যাণ সমিতির নির্বাচন আগামী ৭ মার্চ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আর প্রার্থীরা প্রতীক পাওয়ার পরপরই উপজেলা সদরের বিভিন্ন স্থানে পোষ্টার ও ব্যানার লাগানোর প্রতিযোগিতা শুরু করেন। উপজেলা সদরে ছেয়ে গেছে পোষ্টার ও ব্যানারে। সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে অনেক বেশী উৎসাহ-উদ্দিপনা শুরু হয়েছে উপজেলা নির্বাচনকে ঘিরে। এবারের বণিক কল্যাণ নির্বাচনে সভাপতি পদে ৫জন, সাধারণ সম্পাদক পদে ৩জন, অর্থ সম্পাদক পদে ২ জন, ১নং ওয়ার্ড কমিশনার পদে ৬জন, ৩নং ওয়ার্ড কমিশনার পদে ৪ প্রার্থী নির্বাচনে লড়ছেন।
এদিকে, সহ-সভাপতি পদে আব্দুর রুপ, সমাজ কল্যাণ সম্পাদক পদে ফখর উদ্দিন, ২নং ওয়ার্ড কমিশনার পদে আনোয়ার আলী তার নিটকতম প্রার্থী না থাকায় তারা নির্বাচিত হয়েছে।
নির্বাচন কমিশনার জানান, আগামি ৭ মার্চ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এাবরের নির্বাচনে মোট ভোটার রয়েছেন ১২১০জন। গত বুধবার প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্ধ করা হয়।
সভাপতি পদে আরশ আলী মেম্বার (মই প্রতিক), মফিক মিয়া (চেয়ার প্রতিক), মনির হোসেন (ছাতা), মুক্তার আহমদ (চায়ের কাপ), হাবিবুর রহমান (নুনু মিয়া) (ঘড়ি প্রতিক), সাধারণ সম্পাদক পদে জয়নাল মিয়া (জাহাজ প্রতিক), মোঃ জয়নাল আবেদিন (টেবিল ফ্যান প্রতিক), নুরুল মিয়া (ফুটবল প্রতিক), অর্থ সম্পাদক পদে মো.সুহেল মিয়া (টিয়াপাখি), আকমল আলী (চশমা প্রতিক), ১নং ওয়ার্ড কমিশনার পদে দিলবর আলী (আম প্রতিক), সুহেল মিয়া (তালাচাবি প্রতিক), অজিত চন্দ্র দেব গোলাপ ফুল প্রতিক) সোমেল আহমদ (কলস প্রতিক), আবদুল মালিক (মাছ প্রতিক), আজাদ খান (আনারস প্রতিক)ম ৩নং ওয়ার্ড কমিশনার পদে হেলাল আহমদ (আনারস প্রতিক) শামিম আহমদ (কলস প্রতিক) আমির আলী (মাছ প্রতিক) মতছির আলী (আম প্রতিক) পেয়েছেন।
জানা গেছে, বিভিন্ন প্রার্থীরা আগেভাগেই সিলেটের বিভিন্ন ছাপাখানার সাথে যোগাযোগ করে পোস্টার-লিফলেটের কাজ অনেকটাই এগিয়ে রেখেছিলেন। গত বুধবার প্রতীক পাওয়ার সাথে সাথেই সেটা ছাপাখানায় জানিয়ে দেয়া হয়। ওই রাতের মধ্যেই পোস্টার-লিফলেট হাতে পেয়ে যান অনেকেই। সকাল থেকেই শুরু হয় উপজেলার সর্বত্রই পোস্টার আর লিফলেট বিতরণ। এসব প্রার্থীর মধ্যে বেশিরভাগ প্রার্থীদের পোষ্টার ও ব্যানার উপজেলা সদরের বিভিন্ন জায়গায় সাটানো হয়েছে। উপজেলা সদর এখন পোষ্টার-ব্যানারে সয়লাব রয়েছে। পোষ্টারে নগরীতে পরিনত হয়েছে উপজেলা সদর। নির্বাচনের প্রার্থীরা বিভিন্ন জায়গায় গণসংযোগ,মতবিনিময় সভা অব্যাহত রেখেছেন।
প্রধান নির্বাচন কমিশানার আরশ আলী রেজা বলেন, সৃষ্টভাবে নির্বাচন করার জন্য সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। ইতি মধ্যে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্ধ দেয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে বণিক সমিতির নির্বাচন সফলের লক্ষে ব্যবসায়ীসহ এলাকারগণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করেন তিনি।