বঙ্গবন্ধুর জন্মদিনে ওসমানীনগরে নানা কর্মসূচী পালন
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০১৫ ইং, ৪:১৮ অপরাহ্ণ | সংবাদটি ৭৫৩ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি::নানা কর্মসূচীর মধ্য দিয়ে ওসমানীনগরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার বিকালে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জন্মদিনের কেক কাটেন। বিকালে স্থানীয় কদমতলা মসজিদে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও শিরনি বিতরণ করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা কাজী রফিক আহমদ। সন্ধ্য্য়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদ, আ’লীগ নেতা মাহমুদ আলী সিকদার, পীর মজনু মিয়া,আওয়ামীলীগনেতা স্যায়িদ আহমদ বহলুল, আলাউর রহমান, সৈয়দ নেছাওর আলী, ফেরদৌস খান, পিনাক পানি ভট্টাচার্য, সত্যেন্দ্র কুমার দেব, কাজী ইকবাল, আব্দুছ ছালাম প্রমুখ। এর পূর্বে উপজেলার ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মাওলানা আব্দুর রবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাংবাদিক এম.এফ.আলী ফয়েজ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগি ফারুক আহমদ, আয়েশা আক্তার, । বক্তব্য রাখেন মামুন আহমদ, নুরুল ইসলাম রাফি, আব্দুল গফুর, জাহিদ আহমদ প্রমুখ।