বিশ্বনাথে ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০১৫ ইং, ৫:১০ অপরাহ্ণ | সংবাদটি ১০৫২ বার পঠিত
নুর উদ্দিন ও জামাল মিয়া::বিশ্বনাথে রামপাশা ইউনিয়নের নওধার গ্রামের উত্তরের মাঠে মঙ্গলবার বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সিলেট বিভাগের বিভিন্ন থানা থেকে আগত ষাঁড়দের চিয়ায়ত বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে। উপজেলার নওধার গ্রামের উত্তরের মাঠে ষাঁড়ের লড়াই আয়োজন করেন ওই গ্রামসহ ৬/৭টি গ্রামের কিছু যুবক। ষাঁড়ের লড়াইয়ে অংশগ্রহনকারী কয়েকটি ষাঁড় হল-অংশগ্রহনকারী কয়েকটি ষাঁড় হল-লাল টাইগার, কালা শাহ, ভিনরাজ, ব্রাক টাইগার, সাদাল গোলাপ, মহাজোট, জঙ্গি পাইটার, হেলাল ৭, দয়াল ১, বিলেন,মিলা, বাংলার বীর, সংলাপ, ফিলন্ডার, কালা সিলেট, খেলাসহ সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে আগত ৩০ জোড়া ষাঁড়রের অংশ গ্রহনে ষাঁড়ের লড়াইয়ের খবর শুনে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে লোকজন দেখতে আসেন। সকাল ৯টা থেকে আস্তে আস্তে মানুষজন আসতে শুরু করলে দুপুর ১২টায় কয়েক হাজার মানুষের পদভারে মুখরিত হয়ে উঠে বিশাল এ মাঠটি। ষাঁড়ের লড়াইয়ের সাথে সাথে চলতে থাকে হাসি, চিৎকার আর শীষ দেওয়া। আর এ লড়াইয়কে কেন্দ্র করে বসে নানান রকমে ছোট ছোট দোকান। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ ষাঁড়ের লড়াই দেখার জন্য সাত সমুদ্র তের নদী পাড় হয়ে সূদুর যুক্তরাজ্য থেকে এসেছেন অনেকে। লড়াইয়ে কারো ষাঁড় জয়লাভ করলেও কারোটা আবার হেরে গেছে। তার পরও বাঁধভাঙ্গা উল¬াসে মেতে উঠেন ষাঁড়ের লড়াই প্রেমী দর্শকরা। ষাঁড়ের লড়াই উপলক্ষে বিভিন্ন রকমের খাবার নিয়ে ছোট খাটো অনেক দোকান বসে। আর এই দোকান গুলোতেও ক্রেতাদের ভির উপচে পড়া ছিলো। বড়দের চেয়ে ছোট ছোট অনেক ছেলে-মেয়েদের মধ্যে ষাঁড়ের লড়াই দেখার আগ্রহ ছিলো লক্ষনীয়। আর তাই তারা অভিভাবকদের হাত ধরে দেখতে আসে ষাঁড়ের লড়াই।