লাহিরু ও সাঙ্গাকারার ব্যাটে শ্রীলঙ্কার জয়
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০১৫ ইং, ১:২৯ অপরাহ্ণ | সংবাদটি ৮২২ বার পঠিত
ডেস্ক: লাহিরু থিরিমান্নে ও সাঙ্গাকারার শতকে সহজ জয় পেল শ্রীলঙ্কা। লাহিরু থিরিমান্নে ও তিলকরত্নে দিলশানের উদ্বোধনী জুটিতে এসেছে ১০০ রান। মঈন আলীর বলে ফেরার আগে দিলশানের সংগ্রহ ৪৪ রান।
রোববার নিউজিল্যান্ডের ওয়েলিংটনে টস জিতে ব্যাট করে জো রুটের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩০৯ রানের বড় স্কোর গড়ে ইংল্যান্ড।
৩০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত খেলেছে শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতেই শক্ত ভিত্তি পেয়েছে দলটি। দিলশান ও থিরিমান্নের ওপেনিং জুটিতে দলীয় স্কোরে ১০০ রান যোগ হওয়ার জুটি ভেঙেছে। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো দিলশান আউট হয়েছেন ব্যক্তিগত ৪৪ রানে।
মারকুটে ক্রিকেটার দিলশান ফিরে গেলেও রানের গতি স্লথ হয়নি শ্রীলঙ্কার। কারণ দ্বিতীয় উইকেটে থিরিমান্নের সঙ্গে জুটি বেঁধেছিলেন সাঙ্গাকারা। তাদের অসাধারণ ব্যাটিংয়েই পর কোনো উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করেছে শ্রীলঙ্কার।
অপরাজিত সেঞ্চুরি করেছেন সাঙ্গাকারা ও থিরিমান্নে দুজনেই। ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি পূর্ণ করেছেন সাঙ্গাকারা (১৩৯)। আর চতুর্থ সেঞ্চুরি পেয়েছেন থিরিমান্নে (১১৭)।
উইলিংটনে টসে জিতে এর আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। খেলতে নেমে দারুণ ব্যাটিং করেছে ইংলিশরা। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৯ রান করেছে দলটি। সেঞ্চুরি পেয়েছেন জো রুট। ১০৮ বল খেলে ১২১ রান করেছেন তিনি। ১৪টি চার ও ২টি দিয়ে নিজের ইনিংসটি সাজিয়েছেন তিনি।
অল্পের জন্য হাফ সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন ইয়ান বেল। ব্যক্তিগত ৪৯ রানে লাকমালের বলে সরাসরি বোল্ড হয়েছেন তিনি। এছাড়া জোস বাটলার অপরাজিত ৩৯ ও জেমস টেলর ২৫ রান করেছেন।
একটি করে উইকেট পেয়েছেন দিলশান, রঙ্গনা হেরাথ, মালিঙ্গা, লাকমাল, ম্যাথুস ও পেরেরা।