আইডিয়্যাল সমাজ কল্যাণ সংস্থার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০১৫ ইং, ৭:৩১ অপরাহ্ণ | সংবাদটি ৭৫১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের আইডিয়্যাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার সম্পন্ন হয়েছে।
বাহার দুবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংস্থার সাধারণ সম্পাদক রোমান আহমদের পরিচালনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমদ নুর উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ অপু। বক্তব্য রাখেন আল-মদিনা একাডেমির প্রধান শিক্ষক আবদুল কাইয়ুম, সংস্থার সভাপতি সুয়েব আহমদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। এসময় সংস্থার সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্টানে উপজেলার ১৫ বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহন করেন।