ওসমানীনগরে চার দিনের বন্ধুর হাতে ক্ষুদ্র ব্যবসায়ী খুন!
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০১৫ ইং, ২:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ১১৯৮ বার পঠিত

নিহত মন্টুর পরিবারের বরাত দিয়ে ওসমানীনগর থানার ওসি মো. মুরছালিন জানান- গত চারদিন ধরে রাজু নামের এক যুবকের সাথে বন্ধুত্ব হয় মন্টু দেবের। এরপর থেকে মন্টুর দোকানে ঘুমাতো রাজু। রবিবার রাতে বাড়ি থেকে খাবার এনে একসাথে খাওয়া-দাওয়া করে রাজুকে নিয়ে দোকানের ভেতর ঘুমিয়ে পড়ে মন্টু।
সকালে দোকানের ভেতর মন্টুর রক্তাক্ত লাশ পাওয়া যায়। তার গলায় ছুরির আঘাত ও পরণের লুঙ্গি গলায় শক্ত করে বাঁধা ছিল। এরপর থেকে রাজুকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজু চারদিন ধরে মন্টুর সাথে থাকলেও তার পরিচয় জানা যায়নি।
ওসি মুরছালিন আরও জানান- মন্টুকে খুনের পর দোকান থেকে প্রায় ৫ হাজার টাকা ও ফ্ল্যাক্সিলোডের একটি মোবাইল ফোন নিয়ে গেছে ঘাতক। হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।