গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০১৫ ইং, ৯:১৭ অপরাহ্ণ | সংবাদটি ৭৫০ বার পঠিত
ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা::সিলেটের ফেঞ্চুগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জেবিন বেগম (৩৫) উপজেলার নুরপুর গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী নোমান হোসেনের স্ত্রী। শনিবার ভোরে কোনো এক সময় ঘটনাটি ঘটলেও পুলিশকে জানানো হয় দুপুরে। এরপর বেলা আড়াইটার দিকে মৃতদেহ উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।
ফেঞ্চুগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) আলী হোসেন মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতের পিতৃপক্ষের অভিযোগ শ্বশুড় বাড়ির লোকজন জেরিন বেগমকে হত্যার পর আত্মহত্যার নাটক সাজিয়েছে।
নিহতের ভাগ্নে জাকির আলমের অভিযোগ, জেরিন বেগমের পৈতিক সূত্রে পাওয়া জমি বিক্রি করে তার স্বামীকে বিদেশে পাঠান। বিদেশ থেকে পাঠানো টাকার ভাগবাটোয়ারা নিয়ে শ্বশুড় বাড়ির লোকজনের সঙ্গে কলহ চলে আসছিল। এরই জের ধরে তাকে হত্যা করা হতে পারে। ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি খাটের ওপর দেখতে পায়। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি আত্মহত্যা হতে পরে উল্লেখ করে তিনি বলেন, ময়না তদন্তে প্রমাণিত হলে হত্যা মামলা হবে।