“চায়ের টেবিলে নির্বাচনের ঝড় বইছে”
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০১৫ ইং, ৯:২৫ অপরাহ্ণ | সংবাদটি ১০৯১ বার পঠিত
মোহাম্মদ আলী শিপন:: বিশ্বনাথ উপজেলা সদরের পুরান বাজার বণিক কল্যাণ সমিতির নির্বাচন আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। আর প্রার্থীরা প্রতীক পাওয়ার পরপরই উপজেলা সদরের বিভিন্ন স্থানে পোষ্টার ও ব্যানার লাগানোর প্রতিযোগিতা শুরু করেন। উপজেলা সদরে ছেয়ে গেছে পোষ্টার ও ব্যানারে। সম্প্রতি উপজেলা নির্বাচনের চেয়ে অনেক বেশী উৎসাহ-উদ্দিপনা শুরু হয়েছে এ নির্বাচনকে ঘিরে। এবারের বণিক কল্যাণ নির্বাচনে সভাপতি পদে ৫জন, সাধারণ সম্পাদক পদে ৩জন, অর্থ সম্পাদক পদে ২ জন, ১নং ওয়ার্ড কমিশনার পদে ৬জন, ৩নং ওয়ার্ড কমিশনার পদে ৪ প্রার্থী নির্বাচনে লড়ছেন।
উপজেলা সদরের পুরান বাজার বণিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে পুরান বাজার এখন প্রতিটি চায়ের টেবিলে নির্বাচনী আলোচনায় ঝড় বইছে। এ নির্বাচন পুরো দমনে জমে উঠতে বসেছে।
প্রতিদিন ভোর বেলা থেকে গভীর রাত উপেক্ষা করে প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারনা চালিয়ে যেতে দেখা যায়। উপজেলার সদরের চায়ের টেবিলে চলছে এখন নির্বাচনী আলাপ-আলোচনা। ভোটারা প্রার্থীদের নিয়ে হিসাব-নিকাশ করছেন।
রবিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা সদরের পুরান বাজার অবস্থিত প্রায় প্রতিটি চায়ের দোকানে নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা করতে দেখা যায়। নির্বাচনের প্রার্থীদের নিয়ে চলছে বিভিন্ন মন্তব্য। তবে এবারের নির্বাচনে প্রার্থীদের মধ্যে হাড্ডা-হাড্ডি লড়াই হবে বলে ভোটাদের সাথে কথা বলে জানাযায়। তবে কে হবেন বাজারে অভিভাক তার জন্য আগামী ৯ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
উপজেলা সদরের পুরান বাজার ভাসমান চায়ের দোকান মালিক ইদ্রিছ মিয়া বলেন, গত দুইদিন ধরে চা বিক্রি বেড়ে গেছে। অনেকেই চা খাওয়ার সময় বণিক সমিতির নির্বাচন নিয়ে আলোচনায় ব্যস্ত থাকেন। প্রার্থী নিয়ে তাদের মধ্যে তর্ক-বির্তক হতে দেখা যায়।
বণিক সমিতির নির্বাচন কমিশনার জানান, আগামি ৭ মার্চ নির্বাচন অনুষ্টিত হওয়ার কথা ছিল। কিন্তু এসএসসি পরীক্ষা থাকায় আগামী ৯ মার্চ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এাবরের নির্বাচনে মোট ভোটার রয়েছেন ১২১০জন।
সভাপতি পদে আরশ আলী মেম্বার (মই প্রতিক), মফিক মিয়া (চেয়ার প্রতিক), মনির হোসেন (ছাতা), মুক্তার আহমদ (চায়ের কাপ), হাবিবুর রহমান (নুনু মিয়া) (ঘড়ি প্রতিক), সাধারণ সম্পাদক পদে জয়নাল মিয়া (জাহাজ প্রতিক), মোঃ জয়নাল আবেদিন (টেবিল ফ্যান প্রতিক), নুরুল মিয়া (ফুটবল প্রতিক), অর্থ সম্পাদক পদে মো.সুহেল মিয়া (টিয়াপাখি), আকমল আলী (চশমা প্রতিক), ১নং ওয়ার্ড কমিশনার পদে দিলবর আলী (আম প্রতিক), সুহেল মিয়া (তালাচাবি প্রতিক), অজিত চন্দ্র দেব গোলাপ ফুল প্রতিক) সোমেল আহমদ (কলস প্রতিক), আবদুল মালিক (মাছ প্রতিক), আজাদ খান (আনারস প্রতিক)ম ৩নং ওয়ার্ড কমিশনার পদে হেলাল আহমদ (আনারস প্রতিক) শামিম আহমদ (কলস প্রতিক) আমির আলী (মাছ প্রতিক) মতছির আলী (আম প্রতিক) পেয়েছেন।