দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০১৫ ইং, ৭:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ৮৬২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেছেন, সমাজ থেকে অপরাধ প্রবনতা দূর করার প্রধান হাতিয়ার হচ্ছে খেলাধুলা। শরীর গঠনেও খেলাধুলার গূরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমেই মানুষের মধ্যে শক্তিশালী বন্ধনের সৃষ্ঠি হয়। ফলে সমাজ হয়ে উঠে সুন্দর ও শান্তিময়। তাই আমাদের সবাইকে খেলাধুলার পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে হবে।
তিনি শুক্রবার বিকেলে বিশ্বনাথ উপজেলার পালেরচক গ্রামের পূর্বের মাঠে অনুষ্ঠিত ‘১ম দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। ফাইনাল খেলায় ট্রাইবেকারে স্বাধীনতা ফুটবল একাদ্বশ-তেতলী ০(৮)-০(৭) গোলের ব্যবধানে লামাকাজী ফুটবল একাদ্বশ-লামাকাজীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন স্বাধীনতা ফুটবল একাদ্বশের গেলাকিপার আলা উদ্দিন।
টুর্নামেন্টে আয়োজক কমিটির সভাপতি আবদুল মতিনের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সভাপতি আতিকুর রহমান আতিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার খান, তেতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঈনুল ইসলাম, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সদস্য কবির আহমদ কুব্বার, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপক তাজ উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুস সালাম মতু, ক্রীড়া সংগঠক আতিকুর রহমান আতিক, নাজমুল ইসলাম রুহেল, প্রবাসী আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম, যুবলীগ নেতা আবুল কালাম জুয়েল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট। স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম।