বিশ্বনাথে কৃষকলীগ নেতা প্রভাত বৈদ্য স্মরণে শোক ও স্মরণ সভা শনিবার
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০১৫ ইং, ৬:৪৩ অপরাহ্ণ | সংবাদটি ১১৫৯ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: বিশ্বনাথ উপজেলা কৃষক লীগ ও শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা যুগ্ম-আহবায়ক স্বর্গীয় প্রভাত বৈদ্য স্মরণে উপজেলা কৃষক লীগের উদ্যোগে শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হকে শনিবার। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দুপুর ২টায় অনুষ্ঠিত শোক ও স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজামউদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সামছুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজম্মিল আলী, সাধারণ সম্পাদক বাবুল আখতার, জেলা কৃষক লীগের সদস্য সাইদুর রহমান, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি সামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মহব্বত আলী প্রমুখ।
শোক ও স্মরণ সভায় সর্বসহলের উপস্থিতি ও সার্বিক সহযোগীতা কামনা করেছেন বিশ্বনাথ উপজেলা কৃষক লীগের সভাপতি ছোরাব আলী ও সাধারণ সম্পাদক এম এ হান্নান বদরুল।