বিশ্বনাথে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালন
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০১৫ ইং, ৪:৫৩ অপরাহ্ণ | সংবাদটি ১২৩৯ বার পঠিত
অসিত রঞ্জন দেব, জামাল মিয়া, আবুল কাশেম::বিশ্বনাথে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনীর পর উপজেলা সদরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন ও থানা পুলিশসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কৃষকলীগ, কৃষকদল, শ্রমিক লীগ, শ্রমিক দল, যুবলীগ, যুবদল, সেচ্চাসেবক লীগ, সেচ্ছাসেবক দল, ছাত্রলীগ, ছাত্রদল, বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ প্রথম আলো বন্ধুসভা, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন, পল্লী বিদ্যুৎ সমিতি, রশিদপুর জনমঙ্গল সমাজ কল্যাণ সংস্থা।
বৃহস্পতিবার সকাল বেলা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় দিনের কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। উপজেলা পরিষদ মাঠে ডিসপ্লে প্রদর্শন ও ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণ করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ডিসপ্লে প্রদর্শনীতে সিঙ্গেরকাছ-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ম, রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় ২য় ও হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ৩য় স্থান অর্জন করে। সাংবাদিকদের স্মৃতি পরীক্ষায় প্রথমআলো-উত্তরপূর্ব ও বাংলাটিভির প্রতিনিধি প্রনঞ্জয় বৈদ্য অপু ১ম, ভোরেডাকের প্রতিনিধি জামাল মিয়া ২য় ও বাংলাদেশ সময়ের নূর উদ্দিন ৩য় স্থান অধিকার করেন।
দুপুরে উপজেলার প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুল হকের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়েমান হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা ওয়াহিদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজম্মিল আলী সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাংগঠনিক সম্পাদক আমির আলী। কোরআন তেলাওয়াত করেন সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আজিজুর রহমান।
বিকেলে উপজেলা প্রশাসন একাদ্বশ ও সুধী একাদ্বশের মধ্যে এক প্রতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বিশ্বনাথ থিয়েটারের সহ সভাপতি নবীন সোহেলর রচনায় কামাল মুন্নার নির্দেশনায় ‘নিষ্ক্রিয় বিবেক’ নাটক মঞ্চস্থ হয়। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ ঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজম্মিল আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল আখতারের পরিচালনা অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।
বিশ্বনাথ ডিগ্রি কলেজ ঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্বনাথ ডিগ্রি কলেজে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ সিরাজুল হক। কলেজের অধ্যাপক এনামুল হকের সভাপতিত্বে এবং প্রভাষক গোলাম মোস্তফার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক তাপসী চক্রবর্তী লিপি, বনানী চক্রবর্তী, অনভীর রায়, মোহাম্মদ সাহাদৎ হোসেন, শরীফ উদ্দিন, সঞ্জিত কুমার সাহা রায়। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আলম খান, আবদুর রব, আমিনা বেগম, শিরিনা আক্তার জারা, রাজা মিয়া। কোরআন তেলাওয়াত করেন অধ্যাপক মানিক মিয়া ও স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক আবদুশ সহিদ।
বিশ্বনাথ প্রেসক্লাব ঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল আহমদের পরিচালনায় সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধক্ষ্য অসিত রঞ্জন দেব, সদস্য প্রনয়ঞ্জ বৈধ্য অপু, শহিদুর রহমান, এমদাদুর রহমান মিলাদ, আবদুস সালাম মুন্না,নুরউদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম।