বিশ্বনাথে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০১৫ ইং, ৭:০৪ অপরাহ্ণ | সংবাদটি ৭৩০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের রামধানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে মোক্তার আলী ফাউন্ডেশন। এ উপলক্ষে সোমবার দুপুরে বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলমের সভাপতিত্বে ও সংগঠক জসীমউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. মহিউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজী সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নছর ওয়াহিদ ঘোরী, নতুনকুঁড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক, অলংকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমতআরা বেগম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মোক্তার আলী ফাউন্ডেশনের সচিব আশরাফ আহমদ মারফত। অনুষ্ঠানে বিদ্যালয়ের ৬০জন ছাত্রছাত্রীর মধ্যে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।