অভিনব কায়দায় দিন-দুপুরে ব্যবসা প্রতিষ্টান চুরি
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০১৫ ইং, ৭:১১ অপরাহ্ণ | সংবাদটি ৬৮৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথে অভিনব কায়দায় মহিলা চুরেরদল এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করে পালিয়ে যায বলে খবর পাওয়া গেছে। শুক্রবার বাদ জুম্মা উপজেলার শুক্রবার বিশ্বনাথ-পুরকায়েস্থবাজার-কুরুয়াবাজার সড়কের (আনিকা কমিউনিটি সেন্টার) সামনে সেনারগাঁওয়ে মামুন এন্ড খালেদ ভেরাইটিজ স্টোরে এ ঘটনা ঘটে। এতে ওই ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় লাখ টাকা নিয়ে পালিয়ে যায় চুরেরদল
ব্যবসা-প্রতিষ্টানের পরিচালক মতছির হাসান জানান, জুম্মার নামাজের পর একটি সিএনজি অটোরিকসা এসে দোকানের সামনে এসে দাড়ায়। এসময় ওই গাড়িতে চার জন মহিলা ও দুই ছোট ছেলে ছিল। শিশুদের বয়স অনুমান ৮-১০ বছর হবে। গাড়ি থেকে নেমে তারা সবাই দোকানে এসে ঠান্ডা নিতে বলে। এসময় ক্যাশ থেকে উঠে তাদের ঠান্ডা দিতে বের হই। এসময় চার মহিলা ক্যাশের সামনে এসে দাড়িয়ে ২ ছোট ছেলে দিয়ে দোকানের ক্যাশের দুটি ডয়ারে থাকা প্রায় লাখ টাকা নিয়ে গাড়িতে উঠে চলে যায় বলে জানান।