আতাপুর মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০১৫ ইং, ৫:৩২ অপরাহ্ণ | সংবাদটি ৬২৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথ উপজেলার আতাপুর মাদ্রাসার আন্ নূর ছাত্র সংসদ কর্তৃক বুধবার বিকেলে বার্ষিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। অনুষ্টানে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা এখলাছুর রহমান, হাফিজ আনিছুর রহমান, মাওলানা মুফতি জয়নাল আবেদিন, মাওলানা লায়েক আহমদ, মাওলানা আমরোজ আলী,হাফিজ জুনেদ আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে ক্বেরাত, হিফজ, বিতর্ক, বক্তব্য, গজল ছাড়াও বিবিধ বিষয়ে প্রতিযোগিতা অনুষ্টিত হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহন কারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।