ইলিয়াসের জন্য দোয়া চাইলেন এমপি এহিয়া চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০১৫ ইং, ৭:০১ অপরাহ্ণ | সংবাদটি ১২২৯ বার পঠিত
তজম্মুল আলী রাজু::সিলেট ২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, নির্বাচনী এলাকার ব্যাপক উন্নয়ন করে বিশ্বনাথ-ওসমানীনগর-বালাগঞ্জকে উপরে নিয়ে গিয়েছিলেন। যার অবদান আজও মানুষ স্মরণ করছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ‘নিখোঁজ’ রয়েছেন ইলিয়াস আলী। কিভাবে আছেন। কি করছেন জানেনা কেউ। দ্রুত মা, পরিবার ও সন্তানের মাঝে ফিরে আসেন এজন্য তিনি সবার প্রতি দোয়া কামনা করেছেন।
এহিয়া বলেন, প্রবাসীরা একের পর এক ভাল কাজ করে প্রবাসী অধ্যূষিত বিশ্বনাথকে এগিয়ে নিতে কাজ করছেন আসছেন। মা-মাটি ও মানুষের কল্যাণে তাদের এ অবদান প্রসংসার দাবীদার। একটি সামাজিক সংগঠন বিশ্বনাথে বয়স্ক মানুষের মধ্যে আমৃত্যু পর্যন্ত বয়স্ক ভাতা দেয়ায় আব্দুল মান্নান ট্রাস্ট ইউকের সকল দায়িত্বশীল নেতৃবৃন্দেও প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি মঙ্গলবার বিকেলে বিশ্বনাথে আব্দুল মান্নান মেমোরিয়াল ট্রাস্ট ইউকের উদ্যোগে ও বিশ্বনাথ প্রেসক্লাব এর ব্যবস্থাপনায় ‘বয়স্ক ভাতা ও শিক্ষার্থীদের’ মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপজেলার হযরত ওমর ফারুক (রা.) একাডেমি উচ্চ বিদ্যালয় হল রুমে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন।
ট্রাসের সাধারণ সম্পাদক আবদুল হামিদ টিপুর সভাপতিত্বে ও বিশ্বনাথ ডাইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হযরত ওমর ফারুক (রা.) একাডেমী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. হাসমত উল্লাহ, সহ-সভাপতি ইমাদ উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্তুজ আলী। অনুষ্টানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছাত্র সাইফ উদ্দিন চৌধুরী ও ইসলামী সংগীত পরিবেশন করেন ছাত্র নাসির আহমদ।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কাজী আবদুল মান্নান, মতছির আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ, নুর উদ্দিন, জামাল মিয়া, শিক্ষার্থীদের অভিভাবক সুরুজ আলী, তজম্মুল আলী, মিম্বর আলী, আবদুল গণি, আবদুল আহাদ, আবদুল কাইয়ুম প্রমূখ। বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও এলাকার হত-দরিদ্র ১০জনকে বয়স্ক নারী-পুরুষকে আমৃত্যু ভাতা দেয়া হয়।