ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদ ব্রাডফোড শাখার কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০১৫ ইং, ১২:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ৮২২ বার পঠিত
নিউজ ডেক্স:: বিএনপি প্রভাবশালী নেতা নিখোঁজ এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবীতে যুক্তরাজ্য ব্রাডফোড শাখা ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ¯েœহভাজন ছোট ভাই আছকির আলী। সভায় সর্বসম্মতিক্রমে মিরাশ আলীকে আহবায়ক ও মকবুল আলীকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন-রুহেল মিয়া,জুনেদ চৌধুরী,আদনান আহমদ,তছির আলী,মখলিছ আলী,হারুন মিয়া,শহীদ মিয়া,হেকিম মিয়া,লিলু মিয়া,জুয়েল মিয়া,ফরিদ আলী,সিরাজুল ইসলাম,তুহিন,জাকির, পিয়ার আলী,মখলিছ আলী,আব্দুল মালিক, গিয়াস উদ্দিন,সিতাব আলী,আরসাদ আলী,সুহেল মিয়া,বাবলু,আইবুল,লিটন,ইমু,রজব,ছাবিক,ছাদ মিয়া,তাজ উদ্দিন,তাজ উদ্দিন, হায়াত,আলী হোসেন,খালেদ,হাফিজ,লাকী,সিতাব আলী,চান মিয়া,মোহাম্মদ আলী রায়হান,রুবেল মিয়া,বাবুল মিয়া,সিতাব আলী,আছাব আলী,সুহেল মিয়া,শাহিন,তুরন মিয়া,নজমুল মিয়া,রাসেল মিয়া,সুমন,মামুন,রুমন মিয়া,রকি আলী।