উত্তরা ব্যাংকের ম্যানেজারের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০১৫ ইং, ১১:২০ পূর্বাহ্ণ | সংবাদটি ১০৯৪ বার পঠিত

বুধবার সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি উত্তরা ব্যাংক শ্রীমঙ্গল শাখায় ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জহিরের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন তার রুমের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এসময় ঘরের সিলিংয়ের রডের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান তারা।
খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) এ কে এম নজরুল ইসলাম জানান, জহির উদ্দিন আগে সিলেটের লাল দিঘীরপাড় উওরা ব্যাংকে কর্মরত ছিলেন। ওই সময় দু’টি মামলার বাদী হয়েছিলেন তিনি। ওই মামলা নিয়ে কিছুদিন ধরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। যা তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।